২৫ ডিসেম্বর, ২০২৪
ছবি: বিএনপির আনন্দ মিছিল
সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর মুক্তিতে নাগরপুর উপজেলা বিএনপির আনন্দ মিছিল
দীর্ঘ প্রায় ১৭ বছর পর কারামুক্ত হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক শিক্ষা উপমন্ত্রী, টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বর্ষীয়ান নেতা আব্দুস সালাম পিন্টু।
তার মুক্তির খবরে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপি'র উদ্যোগে এক তাৎক্ষণিক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৪ ডিসেম্বর'২৪ রোজ মঙ্গলবার দুপুরের দিকে নাগরপুর উপজেলা বিএনপি'র কার্যালয় থেকে থেকে মিছিল শুরু করে নাগরপুর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাগরপুর বটতলায় এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে উক্ত আনন্দ মিছিল শেষ হয়।
উক্ত আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, নাগরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহিদুর রহমান মনির, যুগ্ম আহবায়ক রূপক খান, নাগরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিক হোসেন, বেকড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল রানা, গয়হাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহাবুব মিয়া, মামুদনগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন মিয়া, সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজীব হোসেন, সাবেক ছাত্রনেতা সুমন বাপ্পি প্রমূখ।
এছাড়াও নাগরপুর উপজেলা বিএনপির বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্ত ভাবে উক্ত আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন।