৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
জাতীয়

রুহিয়া থেকে ঠাকুরগাঁও রাস্তার বেহাল অবস্থা ভোগান্তিতে লক্ষাধিক মানুষ

৩১ জানুয়ারী, ২০২৩

আহসান হাবিব রুবেল,
ঠাকুরগাঁও জেলা ( ঠাকুরগাঁও ) প্রতিনিধি

ছবি: রাস্তার বেহাল অবস্থা

ঠাকুরগাঁও থেকে রুহিয়া, আটোয়ারী যাওয়ার প্রধান সড়ক  রাস্তার বেহাল অবস্থা বিভিন্ন স্থানে কার্পেটিং (পিচ) উঠে গিয়েছে। খানাখন্দের সৃষ্টি হওয়ায় যানবাহন ও দুইটি উপজেলা একটি থানার লক্ষাধিক মানুষের ভোগান্তি বেড়েছে। রাস্তাটির অধিকাংশ জায়গার পিচ, ইটের সুড়কি উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। 

এ রাস্তায় প্রায়শই ছোট বড় দূর্ঘটনা ঘটলেও তা সংস্কারের কোন উদ্যোগ নিচ্ছেনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

স্থানীয় সাংবাদিক সুমন বলেন, রাস্তাটি খুব খারাপ অবস্থা দিনে রাতে সবসময় রাস্তা দিয়ে বড় যানবাহন চলাচল করে।এই রাস্তাটি পিস ঢালাই করার পর আবারও কিছুমাসে এর মধ্যে নষ্ট হয়ে যায়। রাস্তাটি আয়তনে অনেক ছোট হয় পাড়ায় সময় দুর্ঘটনা ঘটতেছে।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের এর স্বাস্থ্য কর্মী শ্যামল সেন  বলেন, প্রতিদিন ঠাকুরগাঁয়ে আসা-যাওয়া করি রুহিয়া থেকে ঠাকুরগাঁও ২০ কিলো রাস্তা আগে সময় লাগতো ২৫-৩০ মিনিট রাস্তাটির বেহাল অবস্থার পর সময় ৪০-৫০ মিনিট লাগে এখন ।

রুহিয়া ইউনিয়নের রামনাথ অটো চালক মাসুদ রানা  বলেন, রাস্তার বেহাল দশার কারণে রিকসা চালিয়ে শান্তি পাই না। সময় বেশি লাগে। আর প্রায় প্রতি সপ্তাহেই অটো ঠিকঠাক করতে হয়। এর পেছনেই অনেক টাকা ব্যয় হয়।

জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি ভেঙ্গে  চার লেন মহাসড়ক করার স্থানীয় লোকজনের অনেক দিনের দাবি।

 

Related Article