৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

রতনপুর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১১ ফেব্রুয়ারী, ২০২৫

জহিরুল ইসলাম,
নবীনগর উপজেলা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ছবি: বক্তব্য রাখছেন অতিথিরা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ২১নং রতনপুর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়  কমিউনিটি মত বিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী প্রদর্শিত করা হয়। মঙ্গলবার রতনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় বাংলাদেশ স্থানীয় সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউএনডিপি এর যৌথ অর্থায়নে এবং ইপসা’র বাস্তবায়নে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের কার্যক্রম হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২১নং রতনপুর ইউনিয়ন পরিষদে গোলাম মোস্তফা (ভি.পি মারুফ) চেয়ারম্যান ও ওবাইদুল হক (সৌরভ), উপজেলা সমন্বয়কারি,

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পযার্য়ে) প্রকল্প, নবীনগর উপজেলা,মোঃ আরিফুল ইসলাম , প্রসাশনিক কর্মকর্তা, পাপন চন্দ্র দাস, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, ০৯ ওয়ার্ডের সকল পুরুষ-মহিলা মেম্বারগণ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,

নেতৃস্থানীয় ব্যক্তি, বিভিন্ন পেশাজীবী, সমাজকর্মী, শিক্ষক, নারী নেত্রী, এনজিও কর্মী, পুরোহিত, ইমাম ও সকল গ্রাম পুলিশ ২১নং রতনপুর ইউনিয়ন পরিষদ উপস্থিত ছিলেন। উক্ত মত বিনিময় সভায় চেয়ারম্যান আলোচনা করেন গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মিটিং ও উদ্দেশ্য।
 

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের পরিচিতি ও কার্যক্রমসূমহ।
 

গ্রাম আদালতের সুবিধা সম্পর্কে জানানো।
গ্রাম আদালত আইন ২০০৬ (২০২৪ সংশোধনীসহ) এবং গ্রাম আদালত বিধিমালা ২০১৬ এর সাধারণ আলোচনা (উদ্দেশ্য, গঠন প্রক্রিয়া, এখতিয়ার ও বির্চায বিষয়)সুবিধাভোগী সকলকে গ্রাম আদালতের কার্যক্রমসূমহ অবহিত করা হল।
 

 গ্রাম আদালতে সেবা গ্রহণ করার জন্য সকলকে আহ্ববান জানানো হয়।উন্মুক্ত আলোচনায় সবাই মতামত প্রকাশ করেন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল একশন (ইপসা)’র বাস্তবায়নে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের কার্যক্রম দৃশ্যমান হওয়ায ২১নং রতনপুরবাসী ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা যাবে এবং একই সাথে রতনপুরবাসী কৃজ্ঞঘতা প্রকাশ করেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী কে।
 

জনগণের ভাষ্য অনুযায়ী, অত্র ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা মারুফ নিয়মিত  জনগণকে সেবা দিয়ে যাচ্ছেন। তাছাড়া ভোটার তালিকা হালনাগাদের কাজ চলমান থাকায় প্রতিদিন অনেক মানুষ সেবা নিতে আসছে।

চেয়ারম্যান নিয়মিত উপস্থিত থাকায় জনগণ হয়রানির শিকার হচ্ছে না। দেশের যে কোনো ক্লান্তিলগ্নে তিনি উপস্থিত থেকে জনগণকে সেবা দিয়ে যাচ্ছেন।

মত বিনিময় সভার উপস্থাপনা করেন  ওবাইদুল হক (সৌরভ), উপজেলা সমন্বয়কারি, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পযার্য়ে) প্রকল্প।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good