১৪ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: বসন্ত বরণ উৎসব
“আবার বসন্ত রাত্রি আমাদের দুয়ারে দিল হানা উনুনা ছিলাম আমি তবু সে আমারে ভুলিল না।” কবি বেগম সুফিয়া কামাল কবিতার পংক্তিমালার মতোই রঙিন সাজে ও মধুর সুরে মাতে সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) ক্যাম্পাস। বরাবরের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে বসন্ত উৎসব। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে গবির সম্মানিত ট্রাস্টি অধ্যাপক আলতাফুন্নেসা বেলুন উড়িয়ে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ট্রান্সপোর্ট চত্বরে দিনব্যাপী আয়োজিত এই উৎসবের অধ্যাপক আলতাফুন্নেসা বলেন, ‘শুভ বসন্ত! ভালবাসা দিবস মানেই বসন্তের ভালবাসা। বসন্তের ভালবাসার মধ্যে দিয়েই দেশকে ভালবাসবো, দেশের কথা চিন্তা করবো। বসন্তে সুন্দর কোকিলের ডাক শোনা যায়। বসন্ত বর্ণিল রূপে আসে। মাঘ মাসের শেষের থেকে বসন্তে ফুল ফোটার কথা কিন্তু গাছের একটিও ফুল নেই। অথচ এই মাসটাকেই ফুলের রাজা বলা হয়।’
তিনি আরও বলেন, ‘গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ শিক্ষার্থীদের এক মাসের জন্য গ্রামে পাঠায়। গ্রামে পাঠানোর একটিই কারণ গ্রামের লোকদের অভাব-অনটন, গ্রামের সম্পর্কে জানা, খাওয়া-দাওয়ার ধরণ জানা, কে মুক্তিযুদ্ধ করেছিলো, কার কবর কোথায় আছে সেগুলো তুলে নিয়ে আসার জন্য। একেক ব্যাচ একেক জায়গায় যায়। তাদের গ্রামীণ পরিবেশে মানিয়ে নিতে এবং গ্রাম বাংলার ঐতিহ্য সম্পর্কে সচেতন করতেই এই উদ্দোগ।
উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন বলেন, ষড়ঋতুর দেশ আমাদের বাংলাদেশ। বসন্ত হচ্ছে শীতের রুক্ষতা থেকে বেরিয়ে এসে আরেকটা ঋতুতে প্রবেশ করা।
তিনি বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে সমাবর্তন করা। নিয়মিত উপাচার্য ছাড়া সনদপত্র আমরা কাউকে দিতে পারি না। নিয়মিত উপাচার্য নিয়োগের প্রচেষ্টা চলছে। আমরা আশা করি, দ্রত উপাচার্য নিয়োগ পেলেই আমরা সমাবর্তন করবো। বিশ্ববিদ্যালয়ে নিয়মিত পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক উৎসব চলছে। আমরা সবগুলো চালিয়ে যেতে চাই।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
সম্পূর্ণ উৎসবকে দু’টি পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে উদ্বোধনী অনুষ্ঠান ও বসন্ত উৎসব সম্পর্কে বিশেষ আলোচনা এবং দ্বিতীয় পর্বে গবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও গণ বিশ্ববিদ্যালয় মিউজিক কমিউনিটির সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।