৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিশ্বকাপ ফুটবল / খেলাধুলা

রেস জেমসের চোখে কঠিন প্রতিপক্ষ ভিনিসিয়াস জুনিয়ার

০২ ডিসেম্বর, ২০২২

মোঃ শিবলী সাদিক,
বিশেষ প্রতিনিধি (ক্রীড়া)

ছবি: ব্রাজিলিয়ান তরুণ ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র

হেক্সা মিশনে সম্পন্ন করতে ব্রাজিল দলের অন্যতম কারিগর তরুণ ভিনিসিয়াস জুনিয়র। সে ইতোমধ্যে নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছে। গ্রুপ পর্বের দুই ম্যাচে গোল না পেলেও গোল করতে করেছেন সহায়তা। তাছাড়া তার নজর কাড়া ডিবলিং প্রতিপক্ষের ডিফেন্ডারদের বুকে কাঁপুনি ধরিয়ে দিয়েছে।
রিয়াল মাদ্রদিদেও তিনি একজন সেরা খেলোয়াড়। তার পায়ের জাদুর ছোঁয়ায় তারা সর্বশেষ চ্যাম্পিয়নস লীগ ও লালিগা জিতেছে। তার ডিবলিং ও গতি মুহূর্তেই প্রতিপক্ষের ডিফেন্সকে তচনচ করে দিতে পারে। তাই ভিনিসিয়াসকে কঠিন প্রতিপক্ষ বললেন ইংল্যান্ড ডিফেন্ডার রেস জেমস। 

ল্যাতিন জায়ান্ট ব্রাজিল এবারের বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। সঙ্গে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ইউরোপিয়ান জায়ান্ট ইংল্যান্ড। তবে এই দুই দলের অন্তত ফাইনালের আগে দেখা হওয়া সম্ভব নয়। যদি এবার ইংল্যান্ড এবং ব্রাজিল ফাইনাল নিশ্চিত করতে পারে তাহলেই কেবল তারা মুখোমুখি হতে পারে। তবে ব্রাজিলের ভিনিসিয়াস এবং ইংল্যান্ডের রেস জেমস কিন্তু ইতিমধ্যে মুখোমুখি হয়েছিল। গত চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল চেলসি এবং রিয়াল। সেখানেই তারা মুখোমুখি হয়েছিল চেলসির বিপক্ষে রিয়ালের দুটি ম্যাচেই ভিনিসিয়াসকে থামানোর দায়িত্ব ছিল রেস জেমসের। কিন্তু সেখানে সফল হতে পারেননি এই ডিফেন্ডার। দুটি ম্যাচেই রিয়ালের অন্যতম সেরা প্লেয়ার ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। সম্প্রতি টুইটারে একটি আইডি থেকে প্রশ্ন করা হয়, ক্যারিয়ারে মুখোমুখি হওয়া সবচেয়ে কঠিন প্লেয়ার কে? সেখানে রেস জেমস তিনজন প্লেয়ারের নাম বলেন তারমধ্যে একজন হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। বাকি দুজন হচ্ছে লিয়াও এবং সাদিও মানে।

Related Article