২৫ নভেম্বর, ২০২২
ছবি: সেনেগালের গোল উৎসব
আফ্রিকা মহাদেশীয় বাছাই পর্বে সাদিও মানির যাদুতে মোহাম্মদ সালাহর দেশ মিশরকে হারিয়ে কাতার বিশ্বকাপ নিশ্চিত করে সেনেগাল।
কিন্তু বিশ্বকাপ শুরুর আগে তাদের যাদুর কৌটা সাদিও মানের ইনজুরি তাদের দলকে সংকিত করে। দলের সাথে মানি কাতারে আসলেও খেলতে পারবেন না একটি ম্যাচও। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তারা মাঠে নামে বিশ্বকাপের অন্যতম সেরা শক্তিশালী দল নেদারল্যান্ডসের বিপক্ষে। এইদিন মানির অভাব তারা হারে হারে টের পায়। নেদারল্যান্ডসের চোখে চোখ রেখে লড়াই করলেও একজন পারফেক্ট ফিনিশারের অভাবে লড়াই করেও হেরে যায় তারা।
এ হার তাদের বিশ্বকাপে পরবর্তি রাউন্ড উঠার আশাকে সংকুচিত করে দেয়। কিন্তু আজকের ম্যাচে কাতারে বিরুদ্ধে ৩-১ গোলের ব্যবধানের জয় তাদের বিশ্বকাপের পরের রাউন্ডে খেলার আশা টিকে রইল।
আজ রাতে এই গ্রুপের অপর ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ড ও ইকুয়েডর। এই ম্যাচে যদি নেদারল্যান্ড জিততে পারে তাহলে নেদারল্যান্ডস নিশ্চিত করবে দ্বিতীয় রাউন্ড। সেই সাথে সেনেগালের পরের রাউন্ড খেলার স্বপ্ন আরও উজ্জ্বল হবে। সামনে ইকুয়েড বাঁধা টপকাতে পারলেই তারা খেলবে রাউন্ড অব -১৬।