৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম সিদ্দিকী রাঙার দাফন সম্পন্ন

১৭ ডিসেম্বর, ২০২২

ছবি: বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম সিদ্দিকী রাঙা ও তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন।

টাঙ্গাইলের কালিহাতীতে বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম সিদ্দিকী রাঙার প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও জানাযা নামাজ শেষে যথাযথ মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। 
আজ শনিবার ১৭ ডিসেম্বর দুপুর দুইটায় কালিহাতী কবরস্থান ও জামে মসজিদ সংলগ্ন একটি মাঠে তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হুসেইন ও কালিহাতী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান শেখ। রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনে অংশ নেন জেলা পুলিশের একটি চৌকস দল। সম্মান প্রদর্শনের পর জানাযা নামাজ শেষে তাঁকে কালিহাতী কবরস্থানে চির নিদ্রায় শায়িত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হুসেইন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী আশরাফ হুমায়ূন বাঙ্গাল ও মিজানুর রহমান মজনু, কালিহাতী প্রেসক্লাব সভাপতি মীর আনোয়ার হোসেনসহ সাংবাদিকবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ জানাযায় অংশ নেন।
পরিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর দূরারোগ্য ক্যান্সারের সাথে লড়াই করে ৭৭ বছর বয়সে গত শুক্রবার ১৬ ডিসেম্বর সন্ধ্যায় কালিহাতী গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে, পাঁচ মেয়ে ও নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার সভাপতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good