৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিশেষ সংবাদ / সারাদেশ

রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম যথেষ্ট পরিমাণে মজুদ নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

২৩ Jun, ২০২৪

মোঃ সোহেল রানা,
ভ্রাম্যমাণ প্রতিনিধি

ছবি: রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম

রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম যথেষ্ট পরিমাণে মজুদ নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

সম্প্রতি দেশজুড়ে আতঙ্ক ছড়িয়েছে বিষধর সাপ রাসেলস ভাইপার, বাংলায় এ সাপের নাম চন্দ্রবোড়া। সোশ্যাল মিডিয়াসহ দেশের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, দেশের নানা প্রান্তে এই সাপের দেখা মিলছে, কোথাও কোথাও রাসেলস ভাইপারের কামড়ে প্রাণহানিও ঘটছে। এসব ঘটনার সঙ্গে ছড়াচ্ছে রাসেলস ভাইপারের কামড়ে প্রাণহানির ভুল তথ্যও। কেউ কেউ ভিন্ন জাতের সাপকে রাসেলস ভাইপার বলে চালিয়ে দিচ্ছে।

এ বিষয়ে নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রোকনুজ্জামান খান এর সাথে গণমাধ্যমের কথা হয়।

তিনি নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাসেল ভাইপারের এন্টিভেনম যথেষ্ট পরিমাণ মজুদ রয়েছে বলে নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন- রাসেলস ভাইপার সাপ নিয়ে আপনারা কেউ আতঙ্কিত হবেন না। এই সাপের কামড়ের জন‍্য যে এন্টিভেনম প্রয়োজন তা আমাদের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথেষ্ট পরিমাণ মজুদ আছে। প্রয়োজনে এর সংখ্যা ধারাবাহিকভাবে আরো বৃদ্ধি করা হবে।

পাশাপাশি এন্টিভেনম প্রয়োগের ক্ষেত্রে আমাদের এখানে অভিজ্ঞ ডাক্তার সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন।

সর্পদংশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোগীকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। অনতিবিলম্বে ডাক্তারের কাছে নিয়ে গেলে এক্ষেত্রে যথাযথ চিকিৎসার মাধ্যমে রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব।

সর্পদংশনের বিষয়ে জনগণকে সচেতন করে তুলতে আমি সকল গণমাধ্যমকর্মীদের সঠিক তথ্য প্রচার-প্রচারণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এছাড়াও রোগীকে হাসপাতালে আনতে যাতে দেরি না হয় সে বিষয়ে আমাদের সবাইকে অবশ্যই সচেতন থাকতে হবে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good