২৩ নভেম্বর, ২০২২
ছবি: আশফাক হাকিমিকে আটকানোর চেষ্টায় মদ্রিচ
আজ এফ গ্রুপের ম্যাচে মাঠে নামে আফ্রিকান দেশ মরক্কো ও বর্তমান রানার্স আপ দল ক্রোশিয়া। ম্যাচের শুরুতেই একের পর এক আক্রমণ পাল্টা আক্রমণ চালায় মরক্কো ও ক্রোয়েশিয়ার । কিন্তু কোন দলই পায়নি গোলের দেখা। ক্রোয়েশিয়া ম্যাচে বল নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার করলেও কমে ছাড়েনি মরক্কো।
গত আসরের রানার্স আপ হিসেবে মরক্কোর বিপক্ষে ক্রোয়েশিয়াকেই ফেবারিট ধরা হচ্ছিল। কিন্তু তাদেরকে রুখে দিয়েছে মরক্কো। তার সাথে সাথে অনেক আক্রমণও করেছে ক্রোয়েশিয়ার গোল লক্ষ্য করে। কিন্তু গোলের দেখা পায়নি দুই দলের কেউই।
মদ্রিচ-কোভাচিচরা বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও মরক্কোর শক্তিশালী রক্ষণ ভাঙাতে পারেনি তারা। গোলের উদ্দেশে আক্রমণে মরক্কোনরা এগিয়ে থাকলেও গোলে শট রাখতে পেরেছে দুই দলই সমান, মাত্র দুইবার। ব্যবধান গড়ে দিতে পারেননি লুকা মদ্রিচের মতো মিডফিল্ড । আক্রমণে ইভান পেরিসিচকেও বোতলবন্দি করে রাখেন পিএসজির রাইট ব্যাক আশরাফ হাকিমি। তবে ডানপ্রান্তে রক্ষণ থেকে আক্রমণ পর্যন্ত প্রভাব বিস্তার করেও হাকিমি পারেননি ক্রোয়ারদের জন্য বিপদের কারণ হতে। অন্যদিকে আক্রমণভাগে নেসাইরি-হাকিম জিয়াশ পাননি গোলের দেখা। তাই গোল শূন্য নিয়েই খেলা শেষ করতে হয় দুই দলকেই।