২৩ জানুয়ারী, ২০২৩
ছবি: ঠিকানা বিহীন রাকিব
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাকিব নামে ঠিকানা বিহীন একটি ছেলেকে পাওয়া গিয়েছে। বর্তমানে ছেলেটি গোবিন্দগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে। পথ ভুলে গোবিন্দগঞ্জে চলে এসেছে রিপন বলে ছেলেটি জানায়।
ছেলেটির কথা মতে তার নাম: মো:রাকিব (৮) পিতা:- মো: হানিফ মাতা:-মোছা: ফাতেমা, থানা লালবাগ শহীদ নগর ১নং গলি তাহার ভাড়া বাসা বলে জানায়।
গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন জানান, সোমবার (২৩ জানুয়ারী) গোবিন্দগঞ্জ পৌরসভার চারমাথা মায়ামনি মোড়ে ছেলেটিকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশের হেফাজতে দেয়। যদি কেউ এই ছেলেটিকে চিনেন তাহলে গোবিন্দগঞ্জ থানা পুলিশের সাথে যোগায়োগ করুন। বর্তমানে এই ছেলেটি গোবিন্দগঞ্জ থানা পুলিশের হেফাজতে আছে। যোগায়োগের ঠিকানা:- ওসি, গোবিন্দগঞ্জ মোবাইল:-০১৩২০-১৩২৪৮০
Good news
Good