৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / বিশেষ সংবাদ / অপরাধ

রাজশাহীর পুঠিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক-৬, জনমনে স্বস্তি!

২৫ Jul, ২০২৩

মোঃ মাহবুবুল ইসলাম,
স্টাফ রিপোর্টার

ছবি: গ্রেফতারকৃত আসামিগণ

রাজশাহীর পুঠিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক-৬, জনমনে স্বস্তি, প্রশংসায়েব ভাসছেন থানার ওসি।

রাজশাহীর পুঠিয়ার ঢাকার রাজশাহী মহাসড়কে ডাকাতির প্রস্তুতি কালে পুঠিয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছেন ৬ জন ব্যক্তিকে।

রোববার দিবাগত রাতে (২৩ জুলাই) পুঠিয়া উপজেলার গাঁওপাড়া এলাকায় পুঠিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে এসব ব্যক্তিদের আটক করে পাশাপাশি জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহার করা সরঞ্জামাদি। উপজেলার বিভিন্ন সড়ক ও এলাকার মহল্লায় ছিনতাই এবং ডাকাতি করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

পুঠিয়া থানা সূত্রে জানা যায় যে, গ্রেপ্তারকৃতরা হলেন নাটোর সদর উপজেলার কাফুরিয়া এলাকার হাসেম আলীর ছেলে ফেরদৌস (২৫), মামুন ড্রাইভারের ছেলে মাসুম (২১), সুলতানপুর গ্রামের ফয়েজ আলীর ছেলে ইমন (১৯), একডালা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে বাঁধন হোসেন (২০), গাওপাড়া ঢালানের সাইফুল মোল্লার ছেলে রুহুল আমিন (৩২) ও নাটোর সদর উপজেলার কাফুরিয়া এলাকার মাটিয়াপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে কাউসার আলী ওরফে কালু (২৫)। 

রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত গাঁওপাড়া এলাকায় অভিযান চালিয়ে এই ছয়জনকে আটক করা হয়। তাঁদের কাছে দা, লোহার রড, হাতুড়িসহ ডাকাতির কাজে ব্যবহার করা বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাঁরা সড়কে বিভিন্ন যানবাহনে লুটপাট করতো।

 এছাড়াও আসামিদের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

এ ব্যাপারে জানতে চাইলে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, "গ্রেফতারকৃত ওই ব্যক্তিরা মহাসড়ক ও বিভিন্ন জায়গায় চলন্ত যানবাহনে মানুষের মালামাল লুট করতো। তারই ধারাবাহিকতায় মহাসড়কে গ্রেফতারকৃতরা লুটপাটের প্রস্তুতি নিচ্ছিলেন এমন সংবাদ পেয়ে অভিযানে নামে পুঠিয়া থানা পুলিশ। পরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন সময় নানান রকম ঘটনা ঘটানোর কথা স্বীকার করেছে। 

এই চক্রের সাথে আরো কয়েকজন জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভবিষ্যতে তাদেরকেও আইনের আওতায় আনার জোর চেষ্টা চলছে। অপরাধ করে কেউ পার পাবে না, পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।"

উল্লেখ্য যে, গাঁওপাড়া ঢালান এলাকায় বেশ কিছুদিন আগে ছিনতাইকারীদের হাতে কালু নামের এক ভ্যান চালকের প্রাণ যায়। মাঝেমধ্যেই শোনা যেত ওই এলাকায় ছিনতাইয়ের মত ঘটনা।

Related Article