১৩ মার্চ, ২০২৫
ছবি: বিদায় অনুষ্ঠানের সময়
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর সহঃ অডিট অফিসার আশরাফুল ইসলামের শেষ কর্মদিবসে স্মৃতিচারণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ড সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক প্রফেসর মো. মাহাবুব হাসান, বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হক, উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. ইব্রাহিম হোসেন, উপসচিব (প্রশাসন) ও ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. ওয়ালিদ হোসেন, উপপরীক্ষা নিয়ন্ত্রক (সনদ ও রেকর্ড) মো. মুঞ্জুর রহমান খান, সহকারী-সচিব (প্রশাসন) ও আইন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সহ বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীগণ।
অনুষ্ঠানে বিদায়ী অতিথি আশরাফুল ইসলামকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।
Good news
Good