৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / রাজনীতি

রাজধানীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা  এবং চব্বিশের জুলাই-আগস্ট বিপ্লবে  শহীদদের জন্য জাতিয়তাবাদী আরএমজি অফিসার্স এসোসিয়েশনের  দোয়া ও আলোচনা সভা

২৫ এপ্রিল, ২০২৫

ছবি: দোয়া ও আলোচনা সভায় উপস্থিত বাংলাদেশ জাতিয়তাবাদীআরএমজি অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ

সাবেকপ্রধানমন্ত্রী  ও  বিএনপিরচেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা  এবং চব্বিশের জুলাই-আগস্ট  বিপ্লবের  অসংখ্যশহীদ ছাত্র জনতাদের জন্য দোয়া অনুষ্ঠিত  হয়েছে । গতকাল বৃহস্পতিবার  (২৪  এপ্রিল) রাজধানীর কাওরান বাজারস্থ চারুলতা রেস্টুরেন্টে দোয়া ও আলেচনা সভার আয়েজন করে  বাংলাদেশজাতিয়তাবাদী আরএমজি অফিসার্স এসোসিয়েশনের নেতারা । 

 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতিয়তাবাদীআরএমজি অফিসার্স এসোসিয়েশনের আহবায়ক  মোহাম্মদ নজরুল ইসলাম, সদস্য সচিব ফারুক মোল্লাহ ।

এছাড়াও  যুগ্ন আহবায়ক  ওবায়দুররহমান, রফিকুল ইসলাম,  গিয়াসউদ্দিন টিপু, জিহাদ হোসেন, বাহার খান, আমির খসরু, শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক  মাহমুদুলইসলাম, সহ সাংগঠনিক সম্পাদকমোজাম্মেল হক মাতাব্বর , প্রচারসম্পাদক  আফজালহোসাইন,  সহপ্রচার সম্পাদক দেলোয়ার হোসাইন, কোষাধাক্ষ (দপ্তর) মিজানুর রহমান সহ সন্মানিত সদস্যবৃন্দউপস্থিত ছিলেন।

 

এসময় বক্তারা বলেন  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেকরহমানের গঠনমুলক বক্তব্য এবং সফলভাবে দেশ ও দলকে দিকনির্দেশনাদিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে রাখার ব্যপারে সর্বোচ্চ প্রচেষ্ঠা চালিয়ে যাবেন তারা ।

 

 উল্লেখিত বক্তব্য ছাড়াও আরো যেসকল   বিষয়ে আলোচনা হয়েছে সেগুলো হলো :

৩১শে -২৫ ব্যবসায়ীর বৃহৎসংগঠন বিজিএমইএ নির্বাচন।

পোশাকশিল্পের বর্তমান ও গত ষোলবছর পিছিয়ে যাওয়া ও ক্ষতি গ্রস্থহওয়া বিষয় নিয়ে আলোচনা ও সামনের দিনগুলোতে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া।

চট্টগ্রামবন্দর,বেনাপোল স্থল বন্দর ও বিমাবন্দর সহআমদানী রপ্তানির জঠিলতা নিরসন।

কাস্টমসবন্ডের উত্তর ও দক্ষিণ দপ্তরেঅডিট ও লাইসেন্স সংক্রান্তজঠিলতা নিরসন।

আমেরিকাকর্তৃক ৩৭% শুল্ক আরোপ বিষয়াদি।

শ্রমিকমুজুরী বোর্ড সংক্রান্ত আলোচনা সহ দেশের পোশাকশিল্পের সার্বিক পরিস্থিতি আলোচনার পুরো মতামত বিজিএমইএ/বিকিএমইএ নেতৃবৃন্দের নিকট উপস্থাপন করা হইবে। 

Related Article