১০ অক্টোবর, ২০২২
ছবি: পুলিশি বাধায় টাঙ্গাইলে বিএনপির মিছিল পণ্ড
টাঙ্গাইলে বিএনপির শোক র্যালীর মিছিলে বাধা দিয়েছে পুলিশ। মঙ্গলবার (১০ অক্টোবর) বলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে শোক র্যালী বের করা হলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়।
এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে তাদের ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যান।
মিছিলে টাঙ্গাইল জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
বক্তারা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জেলা বিএনপি আয়োজিত শোক র্যালীতে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে। এ সময় তারা ব্যানার ছিনিয়ে নিয়ে গেছে। পুলিশ বলেছে সরকারের বিরুদ্ধে কোনো ধরনের কর্মসূচি করতে দেওয়া হবে না। পুলিশের এই ধরনের ব্যবহারে নিন্দা জানাই ।