৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

পুলিশের বিশেষ অভিযানে পলাশে গ্রেফতার ৫

২৫ ডিসেম্বর, ২০২২

মোঃ নাজমুল হক চৌধুরী,
নরসিংদী জেলা (নরসিংদী) প্রতিনিধি

ছবি: গ্রেফতারকৃতদের ছবি

পলাশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফাতার ৪ জন। আজ রবিবার পলাশ থানা পুলিশ কর্তৃক ফৌজদারী আইনের ১৫১ ধারা মোতাবেক থানার আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ জন আসামী গ্রেফতার করে।

পলাশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস জানান ' পলাশ থানা পুলিশ কর্তৃক প্রতিটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে, জনগনের জান মালের নিরাপত্তার সার্থে এই বিশেষ অভিযান'। এই বিশেষ অভিযানের প্রেক্ষিতে  পিএসআই আব্দুল কাইয়ুম তার সঙ্গে থাকা চৌকস  ফোর্সের সহায়তায় আজ পলাশ থানার আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে গ্রেফতার করা হয় ৪ জন কে। গ্রেফতার কৃতরা হলেন বাজারদি গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে জুয়েল মিয়া(৩০)। পাড়ারটেক গ্রামের মৃত নাজিমুদ্দিন এর ছেলে ইসমাইল(২৮)। একই এলাকার সন্তোষনাগ এর ছেলে সুব্রতনাগ ওরফে শোভন(২৬)। চরপাড়া এলাকার রুহিরগঞ্জপাল এর ছেলে  জয়পাল(২৫)।

পি এস আই আব্দুল কাইয়ুম 'গ্রেফতারকৃতদের করে বিজ্ঞ আদালতে প্রেরন করেন। পলাশ থানা পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে'।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good