১২ সেপ্টেম্বর, ২০২৩
ছবি: পুকুরে বিষ প্রয়োগে, সব মাছ ভেসে উঠছে।
মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা (দ:) ইউনিয়নের গড়াকাটা গ্রামের মাছচাষী করিম মিয়ার পুকুরে পূর্ব শত্রুতার জের ধরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।
গত সোমবার গভীররাতে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের পাশ্ববর্তী কলমাকান্দা উপজেলার রংছাতী ইউনিয়নের গজারিকান্দা গ্রাম সংলগ্ন করিম মিয়ার পুকুরে বিষ প্রয়োগের এ ঘটনা ঘটে।এ ঘটনায় পুকুরের মালিক করিম মিয়া সোমবার ১১ সেপ্টেম্বর বাদী হয়ে গজারিকান্দা গ্রামের মৃত মুকসু মিয়ার ছেলে সুরুজ আলী(৪৫) ও একই গ্রামের কাদির মিয়ার ছেলে হাছেন মিয়া(৩০)নামের এই দুই জন কে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,পুকর মালিক করিম মিয়া কলমাকান্দা থানাধীন গজারিকান্দা গ্রামে ৬ একর জমির মধ্যে বিশাল এক মাছের ফিসারী করে দেশীয় প্রজাতীর সরপুটি,ব্রিগেড,রুই,ঘাসকার্ফ, মৃগেল,সিলভারকার্ফ সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন।ফিসারীর সাথে আসামিদের কিছু জায়গা রয়েছে। সেই জায়গা নিয়ে বিরুধের জের ধরে প্রায় সময় অভিযুক্তরা পুকুর মালিক করিম মিয়ার সাথে জগড়া বিবাদ করে , খুন জখম সহ ক্ষতিসাধন করার হুমকি দিয়ে আসছিলেন।এ বিরোধের জের ধরে গত ৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ১ টার দিকে অনাধিকারভাবে পুকর পাড়ে প্রবেশ করে পুকুরে কিছু একটা ছিটাতে থাকে এই অবস্তায় বিল মালিক পাহাড়ারত অবস্থায় পুকুরের পাহাড়া ঘর থেকে চিৎকার করিতে থাকিলে অভিযুক্তরা নৌকায় উঠিয়া নৌকাযোগে চলে যায়।ফিসারী মালিকের চিৎকার শুনে আশেপাশের মানুষ এসে দেখে পুকরে মাছ মৃত অবস্থায় ভাসতে থাকে।এমনকি পুকরের পানিতে কীটনাশক বিষের গন্ধ পাওয়া যায়।উক্ত বিষ প্রয়োগের ফলে পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির ৫ মন মাছ পানিতে মৃত অবস্থায় ভেসে উঠে। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।অভিযুক্তরা পূর্ব শত্রতার জের ধরে বিষ প্রয়োগ করে এমন ক্ষতিসাধন করেছে বলে অভিযুগপত্রে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী করিম মিয়ার ছেলে সাইদুর রহমান জানান, িআমাকে এমনকি আমার বাবাকে তারা কয়েকদিন আগেই হুমকি দিয়েছিল যে আমরা কিভাবে পুকুরে মাছ চাষ করি দেকে নিবে। আমার বাবা অনেক টাকা ব্যয় করে এই ফিসারীটি দিয়েছিল।গতবার বন্যার কারনে আমাদের পুকুরের সব মাছ চলে গিয়েছিল।গত বছরের ক্ষতিপূরন তুলতেই আমার বাবা টাকা পয়সা ম্যানেজ করে আবার মাছ চাষ করতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছেড়ে ছিল।ভোগ দখলীয় পুকুরই ছিল আমাদের পরিবারের একমাত্র সম্বল। মাছ চাষ করে আমরা জীবিকা নির্বাহ করি।কিন্তু তারা আমাদের সাথে পূর্ব শত্রুতার জের ধরে এমন কাজ করায় আমরা পুরু পরিবার একেবারে ভেংগে পরেছি।আমি এদের শাস্তি চাই।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সুরুজ আলীর নামে এর আগেও বিলে বিষ প্রয়োগ করার অভিযোগ রয়েছে।অভিযুক্ত সুরুজ আলী এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপরাধ করে আসছে বলে জানা যায়।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন কিছু দিন আগেও সুরুজ আলী অনেক কষ্টে দিন যাপন করতেন।হটাৎ করে আঙুল ফুলে কলা গাছ হয়ে এখন মানুষ কে মানুষ মনে করে না।তার বিরুদ্ধে কথা বলতে গেলেই গায়ের জোরে ঝগড়া বিবাদ ও খুন করার হুমকি দিয়ে থাকে।
অভিযুক্ত সুরুজ আলীর মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন,এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি।ফোর্স পাঠিয়েছি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।