৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
খেলাধুলা / বিশ্বকাপ ফুটবল

পটুয়াখালীতে ব্রাজিলের বিজয়ে সমর্থকদের মোটরসাইকেল নিয়ে শোডাউন

২৫ নভেম্বর, ২০২২

মোঃ শামীম হোসাইন,
সিনিয়র স্টাফ রিপোর্টার

ছবি: ব্রাজিলের সমর্থকদের উচ্ছাস

কাতার ২০২২ ফুটবল বিশ্বকাপের উন্মোদনায় কাঁপছে গোটা বিশ্ব। ফুটবল সমর্থকদের মাঝে বিরাজ করছে টান টান উত্তেজনা। পিছিয়ে নেই বাংলাদেশের সমর্থকরা। পছন্দের দলের জার্সি পরে শোডাউন ও র‌্যালী করছে তারা। এরই ধারাবাহিকতায় পটুয়াখালীর কলাপাড়ায় বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে ব্রাজিল সমর্থকদের শোডাউন ও মটরসাইকেল র‌্যালী বের করা হয়। কলাপাড়া ব্রাজিল ফ্যান ক্লাবের সৌজন্যে অন্ততঃ দুই শতাধিক মোটর সাইকেল, অর্ধশতাধিক ইজিবাইক ও একটি পিকআপ নিয়ে র‌্যালীটি স্থানীয় হ্যালিপ্যাড থেকে বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এসময় ব্রাজিল সমর্থকরা তাদের প্রিয় প্লেয়ারদের নাম উচ্চারন করে স্বাম্বা গানের তালে তালে উল্লাস করে। তাদের উল্লাস দেখে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা শিশু, বৃদ্ধ ও অন্যান্য সমর্থকরাও করতালি দিয়ে সমর্থন ও উৎসাহ যোগায়।

কলাপাড়া ব্রাজিল ফ্যান ক্লাবের পক্ষ থেকে পটুয়াখালী জেলা পরিষদের সাবেক সদস্য আসলাম হাওলাদার, স্বজল বিশ্বাস, রক্তিম বিশ্বাস, রুপ বেপারী, ইভান হাওলাদার, কাদের বাবু, নেছার, শান্ত, হাসিব, রাতুল, মেহেরাব মিরাজ, নিলয় বিশ্বাস, আসুদুজ্জামান হিরন, শাওন বেপারী, কলাপাড়ার সাংস্কৃতিক জগতের নানা-নাতি গম্ভিরা খ্যাত পরিচিত মুখ শামীম বেপারী ও স্বজল কর্মকারসহ কয়েক’শ লোক এতে অংশগ্রহন করেন। সমর্থকদের প্রত্যেকে ব্রাজিলের পতাকা সম্বলিত টি-সার্ট পরিধান করে এ শোডাউন ও র‌্যালী

Related Article