২৫ নভেম্বর, ২০২২
ছবি: ডিয়ার শর্ট
সাদিও মানি বিহীন সেনেগাল আজ সন্ধ্যা-৭ টায় স্বাগতিক দেশ কাতারের বিরুদ্ধে খেলতে নেমেছে।
শুরু থেকেই দুই দল তাদের আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। তবে জালে বল জড়াতে অপেক্ষা করতে হয় ৪০ মিনিট পর্যন্ত। ম্যাচের ৪০ মিনিটে কাতারের জালে বল জড়ায় সেনেগাল। কাতার কিছু ভালো সুযোগ সৃষ্টি করতে পারলেও ভাঙতে পারেনি সেনেগালের রক্ষণ।
খেলার ৪০ মিনিটে সেনেগালের হয়ে গোল করেন ডিয়া। খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে আছে সেনেগাল।