১২ সেপ্টেম্বর, ২০২৩
ছবি: বিএমবি ডিবেট চ্যাম্প ২০২৩
"যুক্তির আলোয় মুক্তির সন্ধানে " স্লোগানে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি(বিএমবি) বিভাগের আয়োজনে ১ম বারের মত বিএমবি ডিবেট চ্যাম্প -২০২৩ এর চ্যাম্পিয়ন টিম আলফা।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে বিএমবি বিভাগের বিভাগীয় প্রধান ড.মোঃ ফুয়াদ হোসেনের সভাপতিত্বে আইকিউএসি সেমিনার কক্ষে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন। বিশেষ অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম ও রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ।
বিতর্ক প্রতিযোগিতাটি বাংলা সংসদীয় বিন্যাসে সাজানো হয়েছে, যেখানে ১২জন ৪টি দলে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ফাইনালে আলফা ও বিটা 'সংকট স্বাস্থ্যসেবার নয়, স্বাস্থ্য সচেতনতার ' পক্ষে ও বিপক্ষে যুক্তিতর্ক করেন। বিচারকদের দেওয়া নম্বরের ভিত্তিতে টিম আলফা ফাইনালে জয় লাভ করেন।
চ্যাম্পিয়ন টিম আলফার হয়ে অংশগ্রহণ করেন মোঃ আফজাল হোসেন, আফিয়া সুলতানা হিমি ও মো সারোয়ার জাহান সাদী। অনুষ্ঠানের শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন টিম বিটা'র তানজিনুর আক্তার।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ আবুল হোসেন বলেন- আমি আসার পর এমন অনুষ্ঠান এর আগে হয়নি। আমাদের বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে কো-কারিকুলার এক্টিভিটিস এর দিক থেকে অনেক এগিয়ে।
আজকে ফাইনালের ২টি বিষয় স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যসচেতনতা চ্যাম্পিয়ন দলের সদস্য মো সারোয়ার জাহান সাদী বলেন, আমার জীবনে প্রথম বিতর্ক প্রতিযোগিতা ছিল বিএমবি ডিবেট চ্যাম্প ২০২৩। নিজে কখনো প্রত্যাশাও করতে পারি নাই যে প্রতিযোগিতা জিতে যাব। বিতর্ক প্রতিযোগিতা শুরু হওয়ার দুই সপ্তাহ আগে থেকে আমাদের ডিপার্টমেন্ট নিহা আপুর ক্লাস গুলো নেওয়াতে বিষয় গুলো আরো সহজ হয়ে গিয়েছিল। তবে ফাইনাল রাউন্ডে যে পরিমান হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল দেখে ভালই লাগছিল... তবে জাই হোক পরিশেষে বিজয়ী হিসিবে শেষ করতে পেরেছি এটাই শুকরিয়া প্রত্যাশা থাকবে সামনে এরকম প্রতিযোগিতা আরো হবে এবং পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম এর মাধ্যমে আমরা আরও সমৃদ্ধ হবো।
আজকের অনুষ্ঠানের সভাপতি ও বিএমবি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ ফুয়াদ হোসেন বলেন, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ সব সময় ব্যতিক্রমধর্মী কাজকর্মে এগিয়ে আসে। আমরা বিভাগের কর্মক্রম শুরু হওয়ার পর জার্নাল ক্লাব শুরু করি। এর আওতায় করোনার পূর্বে বিভিন্ন সভা-সেমিনারের আয়োজন ও গবেষণায় কাজ করা হয়। কারোনায় আমাদের বিভাগ অনলাইনে 'শিক্ষাগুরু আলাপন' নামে একটি নতুন ইভেন্ট শুরু করে যা করোনায় সংকট মোকাবেলা ও শিক্ষার্থী ভর্তিতে আমাদের সাহায্য করেছে। ভবিষ্যতে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বিএমবি বিভাগ অবদান রাখবে আশা করি এবং সহশিক্ষা কার্যক্রমে প্রশাসনের সহায়তায় কামনা করছি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শেষ অংশে আমন্ত্রিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন, রানার আপ ও শ্রেষ্ঠ বক্তাকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।