২৮ সেপ্টেম্বর, ২০২৩
ছবি: লেখক মুঞ্জুরুল হক
আরব দেশে আমেনার কুলে
ফুটলো যে দিন ফুল
অন্ধকারে আলোর প্রদীপ,
তিনি মোরদের সবার প্রিয়
নবী মুহাম্মদ (সা:) রাসূল।
আকাশে বাতাসে খুঁশির আমেজ
প্রিয় নবীর আগমনে,
উদ্যানে যেন মুক্তার হাঁসি
পাখিরা গেয়ে যায় গান।
অন্ধকার যুগ আইয়ামে জাহিলিয়াত
অন্যায় যেন মধুর মতো,
ভালো-ই ছিল পাপ।
সেই সময়ে আগমন মুহাম্মদ (সা:) রাসূল,
দুর করিলেন অন্ধকার
কুরআনের আলোয়।
প্রিয় নবীর দেখানো সেই
দীপ্ত আলোর পথ,
অনুসরণ করলে পাবে জান্নাতুল ফেরদৌস,
সেই পথ ধরে আলোকিত হোক
সৃষ্টি সেরা মানব কুল।