৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিনোদন

পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ, মহাসচিব শাহীন সুমন

৩১ ডিসেম্বর, ২০২২

জুয়েল রানা,
স্টাফ রিপোর্টার

ছবি: চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কাজী হায়াৎ ও মহাসচিব শাহীন সুমন।

শুক্রবার রাত ১২টার দিকে নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল লতিফ বাচ্চু। এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে দুটি প্যানেল। একটি প্যানেলে ছিলেন কাজী হায়াৎ (সভাপতি) ও শাহীন সুমন (মহাসচিব)। অন্যটিতে ছিলেন মুশফিকুর রহমান গুলজার (সভাপতি) ও জাকির হোসেন রাজু (মহাসচিব)।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে সভাপতি কাজী হায়াৎ ও মহাসচিব হিসেবে শাহীন সুমন নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকাল ৯টায় বিকেল ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত হয় সমিতির ২০২৩-২০২৪ মেয়াদের নির্বাচন।

এদিন রাত ১২টার দিকে নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল লতিফ বাচ্চু। এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে দুটি প্যানেল। একটি প্যানেলে ছিলেন কাজী হায়াৎ (সভাপতি) ও শাহীন সুমন (মহাসচিব)। এই প্যানেলে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আবুল খায়ের বুলবুল।

আরেকটি প্যানেলে ছিলেন মুশফিকুর রহমান গুলজার (সভাপতি) ও জাকির হোসেন রাজু (মহাসচিব)। এই প্যানেলে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ছটকু আহমেদ।

নেতৃত্ব নির্বাচনের এই লড়াইয়ে ১৯ জন করে দুই প্যানেলে মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া কোষাধ্যক্ষ পদের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েছেন একজন।

এদিকে দুই প্যানেল থেকে বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন, ছটকু আহমেদ (সহ সভাপতি), কবিরুল ইসলাম রানা (উপ মহাসচিব), সেলিম আজম (কোষাধ্যক্ষ), শাহীন কবির টুটুল (সাংগঠনিক সচিব), মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মনি (আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সচিব), আব্দুর রহিম বাবু (সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব) ও ওয়াজেদ আলী বাবলু (প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব)।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত ১০জন হলেন, ইফতেখার জাহান, এসডি রুবেল, পল্লী মালেক, বজলুর রাশেদ চৌধুরী, মুক্তিযোদ্ধা মনতাজুর রহমান আকবর, মোস্তাফিজুর রহমান মানিক, মারিয়া আফরিন তুষার, শাহ্ আলম কিরণ, শাহাদাৎ হোসেন লিটন ও সোহানুর রহমান সোহান।

Related Article