৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
খেলাধুলা / বিশ্বকাপ ফুটবল

প্রায় ৪৩৪ কোটি টাকা নিয়ে বাড়ি ফিরছেন মেসিরা

২০ ডিসেম্বর, ২০২২

জুয়েল রানা,
স্টাফ রিপোর্টার

ছবি: শিরোপা নিয়ে মেসির উদযাপন।

বিশ্বকাপ ঘরে তোলার সঙ্গে সঙ্গে ফিফার কাছ থেকে আর্জেন্টিনা পেয়েছে ৪ কোটি ২০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৩৪ কোটি টাকা। শিরোপাজয়ী দল হিসেবে রেকর্ডসংখ্যক প্রাইজমানি নিয়ে ঘরে ফিরছে আকাশি নীলরা।

আর্জেন্টিনার ৩৬ বছরের শিরোপা-খরা কেটেছে কাতার বিশ্বকাপে। ফুটবলের জাদুকর লিওনেল মেসির হাতে উঠেছে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ শিরোপা; ফিফা বিশ্বকাপ।

বিশ্বকাপ ঘরে তোলার সঙ্গে সঙ্গে ফিফার কাছ থেকে আর্জেন্টিনা পেয়েছে ৪ কোটি ২০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৩৪ কোটি টাকা। শিরোপাজয়ী দল হিসেবে রেকর্ডসংখ্যক প্রাইজমানি নিয়ে ঘরে ফিরছে আকাশি নীলরা।

এবারের রানার্সআপ ফ্রান্স প্রাইজমানি হিসেবে পেয়েছে ৩ কোটি ডলার। টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় ৩০০ কোটি টাকা।

তৃতীয় হয়ে বিশ্বকাপ শেষ করেছে ক্রোয়েশিয়া। প্রাইজমানি হিসেবে পাবে ২ কোটি ৭০ লাখ ডলার। অন্যদিকে ক্রোয়েশিয়ার সঙ্গে হেরে চতুর্থ হওয়া মরক্কো পাচ্ছে ২ কোটি ৫০ লাখ ডলার।

গেল বিশ্বকাপের চেয়ে এবার প্রাইজমানি বাড়ানো হয়েছে প্রতি পর্বে ৬০ লাখ ডলার করে।

পঞ্চম থেকে অষ্টম হওয়া প্রতিটি দল পাবে ১ কোটি ৭০ লাখ ডলার করে। এই দলগুলো হলো ব্রাজিল, নেদারল্যান্ডস, পর্তুগাল ও ইংল্যান্ড।

নবম থেকে ১৬তম হওয়া প্রতিটি দল ১ কোটি ৩০ লাখ ডলার পাবে। যুক্তরাষ্ট্র, সেনেগাল, অস্ট্রেলিয়া, পোল্যান্ড, স্পেন, জাপান, সুইজারল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার প্রত্যেকে পাবে এ অর্থ।

এ ছাড়া ১৭তম থেকে ৩২তম প্রতিটি দল ৯০ লাখ ডলার প্রাইজমানি পাবে। স্বাগতিক কাতার, ইকুয়েডর, ওয়েলস, ইরান, মেক্সিকো, সৌদি আরব, ডেনমার্ক, তিউনিসিয়া, কানাডা, বেলজিয়াম, জার্মানি, কোস্টারিকা, সার্বিয়া, ক্যামেরুন, ঘানা ও উরুগুয়ে বিশ্বকাপ থেকে এই অর্থ নিয়ে ফিরেছে।

Related Article