০৫ জানুয়ারী, ২০২৪
ছবি: প্রার্থী নয় জন নৌকা আর ঈগলই মুল প্রতিদ্বন্ধী
সুনামগঞ্জ -৫ আসন, ছাতক -দোয়ারাবাজার
সাকির আমিন, ছাতক থেকে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের মধ্যে তেমন কোন আগ্রহ না থাকলেও প্রার্থী আর দলীয় নেতা কর্মীদের মধ্যে দেখা দিয়েছে তুমুল উৎসাহ উদ্বীপনা।শেষ পর্যায়ে ভোটারদের মধ্যেও আগ্রহ সৃষ্টি হতে দেখাগেছে।
এ বছর কাগজ আর কালির মূল্য বেড়ে যাওয়ায় পোষ্টার -ব্যানারে শহর গ্রাম ছেয়ে না গেলেও প্রচার প্রচারনায় প্রার্থীরা ছিলেন উঠান বৈঠক আর গণসংযোগে ব্যস্ত।ছাতক -দোয়ারাবাজার আসনে এবার ৯জন প্রার্থী থাকলেও আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হয়ে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী।
ভোটের মাঠে আওয়ামী লীগের এ দুই প্রার্থীর মধ্যেই হবে হাড্ডা হাড্ডি লড়াই। ২১ টি ইউনিয়ন ও ১টি পৌর সভা ১৬৪ টি ভোট কেন্দ্রে ভোটার রয়েছেন ৪৮৮০৯৯ জন।প্রচার প্রচারনার শেষ পর্যায়ে ভোটারদের ধারণা শামীম আহমদ চৌধুরী এবার স্বতন্ত্র প্রার্থী না হলে ছাতক - দোয়ারাবাজার আসনে ভোটের আমেজ বা উৎসবই থাকতনা।
আবার দুই প্রার্থীর পক্ষেই সংখ্যালঘুদের ভোট রয়েছে। অনেকেই মনে করেন শামীম আহমদ চৌধুরী শহরের দিকে শক্ত অবস্থানে থাকলেও প্রত্যান্ত গ্রামাঞ্চলে তার অবস্থান রয়েছে নড়বড়ে। দলীয় কর্মিরা মনেকরেন ৪০ বছর ধরে জনপ্রতিনিধিত্ব করে আসছেন মুহিবুর রহমান মানিক গ্রাম গুলোর প্রতিটি পাড়া মহল্লায় রয়েছে তার কর্মি সম্বর্থক ও পরিচিতি।
ভোটার দের মধ্যে ঘুরে ফিরে আলোচনায় থাকছেন পরপর চার বার নির্বাচিত সংসদ সদস্য ও এক বার উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন মুহিবুর রহমান মানিক। ভোটার দের ধারণা শামীম আহমদ চৌধুরী যে ভাবে মাঠ চষেবেড়াচ্ছেন তার রয়েছে পারিবারিক ঐতিহ্য নির্বার্চনী কৌশল আর আর্থীক সচ্ছলতা।
এছাড়াও তার অগ্রজ আবুল কালাম চৌধুরী ও চার বাবের নির্বাচিত ছাতক পৌর সভার মেয়র। তিনি তার পক্ষে নির্বাচনে ভোটারদের কাছে ভোট চাইছেন। আগলে ধরে রেখেছেন কর্মি সম্বর্থকদের। পরিবর্তনের প্রত্যায় নিয়ে ভোটের মাঠে সক্রীয় শামীম আহমদ চৌধুরীর ঈগল প্রতীককেও কম গুরুত্ব দিচ্ছেননা ভোটাররা। তার রয়েছে ব্যবসায়ী রাজনৈতিক ও পারিবারিক ঐতিহ্য।
এ আসনে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী সাবেক সংসদ সদস্য মৃত আব্দুল মজিদ মাষ্টারের ছেলে নাজমুল হুদা হিমেল লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করলেও প্রচার প্রচারনায় রয়েছেন পিছিয়ে। মুহিবুর রহমান মানিক আর শামীম আহমদ চৌধুরী ছাড়া অন্য ৭ জন প্রার্থীকে অধিকাংশ ভোটাররা চিনেননা।
আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের সংসদ সদস্য পদ প্রার্থী মুহিবুর রহমান মানিক জানান ছাতক -দোয়ারাবাজার আসনে চলমান শান্তি শৃঙ্খলা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দেওয়া অত্যান্ত জরুরি। ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী জানান রাস্তা ঘাটের বেহাল দশা থেকে মুক্তি পেতে আর সার্বিক উন্নয়ন পেতে পরিবর্তন চাইছেন ভোটাররা।