১৮ নভেম্বর, ২০২২
ছবি: পাল্টাপাল্টি শোডাউনে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকরা।
গাইবান্ধার পলাশবাড়ীতে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকরা পাল্টাপাল্টি শোডাউন করেছে।
আজ শুক্রবার ১৮ নভেম্বর বিকেল ৪টার দিকে পলাশবাড়ী সরকারি কলেজ থেকে একটি মিছিল বের করে ব্রাজিল সমর্থকরা। সেলেসাওদের পতাকা হাতে সমর্থিত দলের জার্সি গায়ে বিভিন্ন স্লোগান দেয়া হয় মিছিল থেকে।
মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়সহ রংপুর-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে সরকারি কলেজে গিয়ে শেষ হয়।
এর আগে বৃহস্পতিবার ১৭ নভেম্বর শহরে শোডাউন দেয় আর্জেন্টিনার সমর্থকরা। এদিন বিকেলে সরকারি কলেজ মোড় থেকে ২০০ ফুট লম্বা পতাকা বানিয়ে মিছিল বের করে আর্জেন্টিনা সমর্থকরা। ব্যানার, বাঁশি ও ফেস্টুন হাতে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শোডাউন শেষে আয়োজকরা জানান, পৌরশহরের কলেজ মোড় এলাকায় ‘বড় পর্দায়’ খেলা দেখার আয়োজন করা হয়েছে। দলের সব সমর্থকদের সেখানে খেলা দেখার আহ্বান জানানো হয়।