১৮ ডিসেম্বর, ২০২২
ছবি: শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ
গাইবান্ধার পলাশবাড়ীতে ঐতিহ্যবাহী পলাশ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৮ ডিসেম্বর) বিকেলে পলাশবাড়ী এসএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিক স্পোর্টিং ক্লাবের আয়োজনে পলাশ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, সহ-সভাপতি ছাইফুলার রহমান চৌধুরী তোতা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভোটবাবু, এসএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার, ইউনিক স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, পলাশবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ মুহাম্মদ মশিউর রহমান প্রমুখ।
টুর্নামেন্টটির সার্বিক তত্ত¡াবধানে ছিলেন রেজাউল করিম লালু। এ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করবেন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। উদ্বোধনী খেলায় রাজশাহী দল বনাম সৈয়দপুর দল অংশগ্রহণ করেন। নির্ধারিত সময়ের মধ্যে কোন দলের পক্ষে গোল না হওয়ায় পরবর্তীতে ট্রাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে সৈয়দপুর দল বিজয়ী হন।
Good news
Good