১৩ ডিসেম্বর, ২০২২
ছবি: অতিথি হিসাবে ভাচ্যুয়ালী বক্তব্য রাখেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী এমপি।
স্টারগেটিং পার্লামেন্টস ক্যাপাসিটি ইন্টারগেশন অফ পপুলারেশন এন্ড ডেভেলপমেন্ট ইসূজ (এসপিসিপিডি) এর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্য বিবাহ প্রতিরোধ শীর্ষক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । আজ মঙ্গলবার দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে ভাচ্যুয়ালী বক্তব্য রাখেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী এমপি।
৩১ গাইবান্ধা -৩ পলাশবাড়ী সাদুল্যাপুর আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপির সভাপতিত্বে এ পরামর্শ মূলক কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি।
জাতীয় সংসদের সিনিয়র সহকারি সচিব ও স্পিকারের একান্ত সচিব কামাল বিল্লাহ ও পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের যৌথ পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী প্রফেসার আ ক ম রুহুল হক এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু বকর প্রধান,রউপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল,পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার, বীরমুক্তিযোদ্ধাগণ, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ, ইমাম, পুরোহিত, কাজী, বিবাহ নিবন্ধক, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থীরাসহ বাল্য বিবাহের শিকার ভুক্তভোগীগণ ও স্থানীয় গণমাধ্যমকর্মীগণ ।
কর্মশালায় বক্তারা, কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্য বিবাহ রোধে করণীয় বিষয়ে দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন।