৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
অপরাধ

পলাশবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৯ জুয়াড়ি আটক ও মামলা দায়ের

২৩ অক্টোবর, ২০২২

মো:তৌহিদুল ইসলাম,
পলাশবাড়ী উপজেলা (গাইবান্ধা) প্রতিনিধি

ছবি: ১. আটককৃত আসামি, ২. আহত ব্যাক্তি

গাইবান্ধা জেলার পলাশবাড়ীর পল্লীতে ডিবি পুলিশ টীমের বিশেষ অভিযানে ৯ জুয়াড়িসহ ডাব্বু-গুটি ও সরঞ্জাম উদ্ধার।

সন্ত্রাস, মাদক ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান হিসেবে গাইবান্ধা অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গাইবান্ধা’র নেতৃত্বে এস আই আব্দুল আলীম এবং সঙ্গীয় ফোর্স সহ,তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে  মামলা নং ৭২/২২।
অভিযুক্তরা হলেন-

১.মিটু মিয়া পিতা মৃত্যু লাল মিয়া 

২.সাবু মিয়া পিতা মৃত- তমিজ উদ্দিন 
৩.শাহাদত হোসেন পিতা মৃত-মজিবর 
৪.আবু তাহের মৃত-গোলাম আলী
৫.রেজ্জাক পিতাঃ মৃত খোকা
৬.নন্দরাম পিতা মৃত-খুদিরাম 
৭.আজাদুল ইসলাম রাজা পিতাঃ আব্দুল বাকী

৯.মশিউর রহমান
পিতাঃ আব্দুল মান্নান
মালিবাড়ী গোবিন্দগঞ্জ 

১০.আব্দুল জলিল পিতাঃ মৃত-আব্দুর রহমান

পরে মামলায় জামিনে এসে অভিযুক্তরা  ফকিরহাট বাজারে বিরোধপূর্ণ ও জুয়া খেলাকে কেন্দ্র করে, এলোপাথাড়ি মারডাং শুরু করে এবং এঘটনায় উভয় পক্ষের-৪ আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Related Article