১৭ মার্চ, ২০২৩
ছবি: পুম্পমাল্য অর্পণ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে তিনশত পাউন্ড কেক কর্তন ও বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জম্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
১৭ মার্চ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সংসদ সদস্যর পক্ষে, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা, থানা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুম্পমাল্য অর্পণ শেষে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে শহীদ মিনার চত্বরে তিনশত পাউন্ড কেক কেটে বঙ্গবন্ধুর জম্ম শতবার্ষিকী পালন করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও বীরমুক্তিযোদ্ধার সন্তান কামরুজ্জামান নয়ন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস,এম ফয়েজ উদ্দিন, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাধারন সম্পাদক ও চেয়ারম্যান তৌহিদুল মন্ডল, সাবেক সভাপতি আবু বকর প্রধান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আব্দুর রহমান, সি-সার্কেল -উদয় কুমার সাহা, থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা প্রমুখ।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছেন। এছাড়াও আওয়ামী লীগ তার অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পুম্পমাল্য অর্পণ করেন এবং উপজেলার পেশাজীবি, সামাজিক, সাংস্কৃতিক, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এবং পুম্পমাল্য অর্পণ করেন।
Good news
Good