১৫ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: সরেজমিন দর্শন ও পরিদর্শন করেন
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বিভিন্ন অফিস এবং উন্নয়নমূলক কার্যক্রম সরেজমিন দর্শন ও পরিদর্শন করলেন রংপুর বিভাগেে স্থানীয় সরকারের উপ-পরিচালক মোছাঃ আলিয়া ফেরদৌস জাহান।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে শুরুতেই তিনি পলাশবাড়ি পৌরসভার চলমান কার্যক্রম পরিদর্শন ও কালিবাড়ি বাজার রাস্তা নির্মাণ উন্নয়ন মূলক প্রকল্প পরিদর্শন করেন।
এসময় পলাশবাড়ি পৌর সভার পৌরমেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লবসহ পৌর কাউন্সিলবৃন্দ
ছাড়াও পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে তিনি উপজেলা নির্বাহী অফিস ও উপজেলা পরিষদ কার্যালয় পরিদর্শন করেন। উপজেলা পরিষদের কার্যক্রম সঠিকভাবে পালনের লক্ষ্যে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন। এছাড়াও উপজেলা পরিষদের একটি উন্নয়ন মূলক প্রকল্প কাজ পরিদর্শন করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুজ্জামান উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগমসহ অন্যরা উপস্থিত ছিলেন ।
Good news
Good