২৮ Jun, ২০২৩
ছবি: অতিরিক্ত পুলিশ মোতায়েনের
দীর্ঘদিনের শান্ত গাইবান্ধার পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামীলীগ ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, মঙ্গলবার রাত ১০ টার দিকে একটি ইজিবাইক চুরির ঘটনাকে কেন্দ্র করে, আওয়ামীলীগ ও জামায়াতের কর্মীদের মধ্যে কালীবাড়ী বাজারের মহিলা মার্কেটের সামনে বাক- বিতণ্ডার সৃষ্টি হয়।
এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে কালিবাড়ী বাজারের মহিলা মার্কেটের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এই ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েক জন আহত হয়েছে বলে জানা গেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে যেকোনো ধরনের সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে পলাশবাড়ী থানা পুলিশ। অতিরিক্ত পুলিশ মোতায়েনের কারনে পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে তবে দীর্ঘদিনের শান্ত পলাশবাড়ীতে এ ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে।
Good news
Good