২৯ অক্টোবর, ২০২২
ছবি: রোবটিক্স কুইজে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করা পলাশবাড়ীর রুহান।
বাংলাদেশ রোবট অলিম্পিয়াড-২০২২ এ রোবটিক্স কুইজ ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন গাইবান্ধার পলাশবাড়ীর জুমারিয়া আল রুহান। সে পলাশবাড়ী পৌরশহরের গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।
২৬ অক্টোবর বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসিতে) অনুষ্ঠিত ৫ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের রোবটিক্স নিয়ে শিশু-কিশোরদের মেধা অন্বেষণের এই অলিম্পিয়াডের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। দুই দিনব্যাপী ৫ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে দেশের ৬৪টি জেলা থেকে ৭-১৮ বছর বয়সী মোট এক হাজার চব্বিশজন শিক্ষার্থী অংশগ্রহণ করে। জুনিয়র এবং চ্যালেঞ্জ দু’টি গ্রুপের এ বছর মোট ৫টি ক্যাটাগরিতে জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়। এগুলো হলো রোবট গ্যাদারিং, রোবট ইন মুভি, ফিজিক্যাল কম্পিউটিং, ক্রিয়েটিভ ক্যাটাগরি এবং রোবটিক্স কুইজ।