৩০ জানুয়ারী, ২০২৩
ছবি: নিখোঁজ আয়সা আকতার পিয়ারা
পলাশবাড়ি পৌরসভার ৮ নং ওয়ার্ডের হরিণমারি গ্রামের “আয়সা আকতার পিয়ারা” নামের এক মহিলা গতকাল ২৮ জানুয়ারী সকাল ১০টাথেকে নিখোঁজ রয়েছেন।
অনেক খোজাখুজির পড়েও তাকে তার পরিবার খুঁজে পাচ্ছে না।
নিখোঁজ হওয়ার সময় তার পরনে মিষ্টি কালার ফিমার বোরকা ছিল ।
গায়ের রং : ফর্সা
উচ্চতা : ৫ ফুট
বয়স : ৩৮
যদি কেউ তার খোঁজ পেয়ে থাকেন কিংবা কোথাও দেখে থাকেন তাহলে, নিচের নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগঃ
01707834995(ছেলে)
01945156076
01705381242
আপনার একটি শেয়ারই পারে দ্রুত তাকে তার পরিবারের কাছে পৌঁছে দিতে।
Good news
Good