০৭ মে, ২০২৩
ছবি: সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে নতুন সদস্য ফরম তুলে দেওয়ার সময়
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে সাধারণ সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ শুরু করেছে উপজেলা আওয়ামী লীগ।
রোববার (৭ মে) শহরের ঘোড়াঘাট রোডের উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু করা হয়। এসময় পলাশবাড়ী উপজেলার একটি পৌরসভা ও ৮ টি ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে নতুন সদস্য ফরম বুঝিয়ে দেয়া হয়।
উপজেলা আওয়ামী লীগ সূত্র জানায়, নির্বাচনের প্রস্তুতির লক্ষ্যে ৩ বছর পর উপজেলার ৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পুনরায় সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে।
এই অভিযানে উপজেলায় নতুন করে প্রায় ১৬ হাজার ২শ নতুন সদস্য সংগ্রহ করা হবে। যাদের দলের প্রতি আস্থা রয়েছে, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক তারা দলের সদস্য হতে পারবেন। তবে স্বাধীনতা বিরোধী পরিবারের সন্তান বা বিতর্কিত কোন ব্যক্তি এ সংগঠনের সদস্য হতে পারবে না বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন বলেন, দলের গতিশীলতা বাড়াতে এবং সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাদের দলীয় নির্দেশনায় সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ শুরু করা হয়েছে।
যারা আওয়ামী লীগের নতুন সদস্য হয়ে আসবেন এবং পুরাতন যারা নবায়ন করবেন তারা ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে কাজ করবেন। আমরা প্রত্যাশা করি আগামী দিনে জননেত্রী শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হয়ে আসবেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সহ-সভাপতি আবু বকর প্রধান,জেলা আ.লীগ সদস্য ও পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,পলাশবাড়ী উপজেলা আ.লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন,সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল,
সহ-সভাপতি অধ্যক্ষ সাইফুলার রহমান চৌধুরী তোতা,সাংগঠনিক সম্পাদক মাহিবুল হাসান মুকিতসহ উপজেলা আওয়ামীলীগ,পৌর আ.লীগ, ইউনিয়ন আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।