১০ এপ্রিল, ২০২৩
ছবি: বীর মুক্তিযোদ্ধা বজলার রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
গাইবান্ধা জেলা পলাশবাড়ী উপজেলা বেতকাপা ইউনিয়নের সাকোয়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা বজলার রহমানকে (১০২) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
১০ এপ্রিল সোমবার বেলা ২টা ৩০ মিনিটে নিজবাড়িতে সদ্য প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধার জানাজা অনুষ্ঠিত হয়।জানাজা শেষে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন।
এর আগে বীর মুক্তিযোদ্ধার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু বক্কর প্রধান, পলাশবাড়ী অফিসার ইনচার্জ মাসুদ রানাসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা।
বীর মুক্তিযোদ্ধা বজলার রহমান গতকাল রবিবার সন্ধ্যায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।
Good news
Good