১৮ ডিসেম্বর, ২০২২
ছবি: হাকিম হাওলাদার
পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্রবীন রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার(৭৬) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।শনিবার চিকিৎসাধীন অবস্থায় খুলনার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ এ কে এম এ আউয়াল।হাকিম হাওলাদার ভাণ্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের চড়াইল গ্রামের আব্দল আলী হাওলাদারের ছেলে। তার স্ত্রী ও মেয়ে রয়েছে।প্রবীন এ নেতার মৃত্যুতে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এ কে এম এ আউয়াল, পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম জেলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমান হেপি, সাবেক জেলা চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মিরাজুল ইসলামসহ পিরোজপুর প্রেসক্লাব, জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।
Good news
Good