৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
স্বাস্থ্য

পাগলা কুকুরের কামড়ে শিশুসহ জখম ৪০

০৭ জানুয়ারী, ২০২৩

মোঃ আল আমিন,
বাউফল উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি

ছবি: নিজ

পটুয়াখালীর বাউফলে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৪০ জন জখম হয়েছেন। আহতদের মধ্যে ৩১ জনকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া  হয়েছে। হাসপাতালে সরকারি বরাদ্দকৃত ভ্যাকসিন না থাকায় বিপাকে পড়েছেন আহতরা। বেশি দামে বাইরের ফার্মেসি থেকে ভ্যাকসিন কিনে প্রয়োগ করতে হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত পাগলা কুকুর বগা রাজনগর থেকে বিলবিলাস পর্যন্ত কমপক্ষে ৪০ জন পথচারীকে কামড়ে আহত করে। 
আহতদের মধ্যে বগা রাজনগর গ্রামের নেপাল (৬০), রুবিনা (৪০), রনি (৩০), মারিয়া (৭), তাসলিমা (৫০),
# গোসিংগা গ্রামের পরমা (৯), আলিফ নূর (৪), কারিমা (১৬), 
#বগা বন্দরের জান্নাতুল (১১), হালিম কাজী (৩০), 
#দ্বিপাশা গ্রামের- সুমন (২৪), নাসিম (৭), তাছলিমা (৩৫), তনু দেবনাথ (৩), রাবেয়া (২৫), রুবিনা (৩০), আয়শা (৪), রেনু বেগম (৬৫),

#মদনপুরা গ্রামের পলাশ (১৮), আবদুল্লাহ (৮), শেফালী দাস (৬০), মিলন (৫১), জিহাদ (১০), নিশি (৬) , সুমি (২৪), 
#মাঝপাড়া গ্রামের জয়নব (৫৫) ও পাতাবুনিয়া গ্রামের সুখি বেগম (৮৭) সহ ৩১ জনকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

কুকুর আতংকে বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনেকে ঘরের বাইরে বের হচ্ছেন না।

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, মুহূর্তে হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন না থাকায় বাইরের ফার্মেসির ওপর নির্ভর করতে হচ্ছে।

Related Article