৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
জাতীয় / ধর্ম ও জীবন

অসাম্প্রদায়িক চেতনার এদেশে নির্বিঘ্ন হবে দুর্গাপূজা- ব্রি. জেনারেল শাহান সাদি

০৯ অক্টোবর, ২০২৪

রইচ উদ্দীন আহম্মেদ,
মান্দা উপজেলা (নওগাঁ) প্রতিনিধি

ছবি: মান্দায় দুর্গামণ্ডপ পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময়

২৬ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহান সাদি বলেছেন, অসাম্প্রদায়িক চেতনার এদেশে সকল ধর্ম-বর্ণের মানুষ সৌহার্দপূর্ণ পরিবেশে বসবাস করছে। প্রতিটি ধর্মীয় আচার-অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে পালন করে আসছেন স্ব-স্ব ধর্মের মানুষ। এখানে কোনো ভেদাভেদ নেই, নেই ধর্মীয় বৈষম্য। 

তিনি আরও বলেন, প্রতিটি দুর্গা মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় রয়েছে। সম্প্রতির এদেশে দুর্গাপূজায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে। সনাতন ধর্মাবলম্বীদের এ উৎসব নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষে প্রশাসনের সঙ্গে কাজ করছে সেনাবাহিনী। 

বুধবার (৯ অক্টোবর)  দুপুরে নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর কেন্দ্রীয় দুর্গামণ্ডপ পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মণ্ডপ কমিটির সভাপতি গৌতম কুমার মহন্তের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনুপ কুমার মহন্তের সঞ্চালনায় মতবিনিয়ম সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানু, মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মতিন প্রমুখ।

Related Article
comment
Poran Hasan
25-Mar-23 | 10:03

ধন্যবাদ 🌸💚

মোঃ মনির হোসেন বকাউল
28-Sep-23 | 10:09

Good news