০৬ এপ্রিল, ২০২৩
ছবি: অসুস্থ জাহিদ গাজী
দক্ষিণ উপজেলার উপাদি উত্তর ইউনিয়নের উপাদি গ্রামের গাজী বাড়ীর শাহআলম গাজীর ছেলে জাহিদ হোসেন গাজী (১৫) এর চিকিৎসা অর্থ সংকটের কারণে করতে পারছেন না তার পরিবার। জানা যায়, জাহিদ হোসেন গাজী গত এক বৎসর পূর্বে তার খালাতো ভাইদের সাথে ফরিদপুরে বিদ্যুতের কাজ করতে গিয়ে ২৪ নভেম্বর ফরিদপুর ভাঙ্গারচর মোড়ে দুপুরে বৈদ্যুতিক শর্ট খেয়ে বৈদ্যুতিক তারের উপরই পড়ে যায়।
এ সময় তার শরীরের বিভিন্ন অংশ, হাত—পা, অন্ডকোষ সহ বিভিন্ন অংশ ঝলসে যায়। পরের দিন তার আত্নীয়রা তাকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করান।
দীর্ঘ দুই মাস ২৮ জানুয়ারী পর্যন্ত ওই হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা করেন। এতে করে বা হাতের পাঁচটি ও পায়ের দুটি আঙ্গুল কেটে ফেলে দেন চিকিৎসক। চিকিৎসায় খরচ হয়েছে প্রায় দেড় লক্ষ টাকা।
তার পিতা হতদরিদ্র শাহ আলম গাজী এনজিও থেকে লোন করে, ধার কবজা করে উক্ত টাকা সংগ্রহ করে ছেলের কোন রকম চিকিৎসা করেন।
কিন্তু তার অন্ডকোষে সমস্যা সহ আরো বিভিন্ন সমস্যা থাকায় আরো উন্নত চিকিৎসা প্রয়োজন। হাতে টাকা পয়সা না থাকায় ছেলের উন্নত চিকিৎসা করতে পারছেন না তিনি।
এতে তার পরিবারের লোকজন দুশ্চিন্তায় ভোগছেন। তাকে চিকিৎসা করতে আরো এক লক্ষ টাকা প্রয়োজন। দেশের বিত্তবান ও অর্থশালীদের কাছে তার চিকিৎসায় সহযোগিতা করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছেন তার পরিবার।
Good news
Good