২৫ নভেম্বর, ২০২২
ছবি: অনুশীলনে লিওনেল মেসি
সবচেয়ে হট ফেভারিট দল হিসেবে কাতার বিশ্বকাপ খেলতে আসে আর্জেন্টিনা। টানা ৩৬ ম্যাচ অপরাজিত তার সাথে জিতে এসেছে কোপা আমেরিকা ২১'এর ফাইনাল। তাদের দলও সবমিলিয়ে সময়ের অন্যতম সেরা দল। এবার বিশ্বকাপ জয়ের দাবিদার তারা। ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ব নিয়েই কাতারে আসে মেসিবাহিনী।
কিন্তু কাতারে যেন প্রথম ম্যাচে মলিন এক আর্জেন্টিনার দেখা মিলেছে। সেদিন তাদের মিডে ছিলো না কোন তেজ।ডিপল প্যারদেসদের খেলা দেখে মনে হয়েছে তারা যেন ফুটবলটাকেই ভুলে গেছেন। মেসি লাউতারো মার্টিনেজও ছিলেন রঙহীন। তারা প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরে এ আসরের সেরা অঘটনের জন্ম দিয়েছে।
এদিন মেসির পেনাল্টি ছাড়া গোল করতে পারেনি কেউ। যদিও তাদের তিনটি গোল অফসাইড আইনে বাতিল হয়েছে। শেষার্ধে তাদের ডিফেন্স দুর্বলতায় হেরেছে তারা
বাকি দুই ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড। যে কোন একটি ম্যাচ হারলেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হবে মেসিদের। বিশ্বকাপে টিকে থাকতে হলে তাদের অন্তত একটি ম্যাচ জিততে হবে আর একটি ম্যাচ ড্র করতে হবে। তাই তারা অনুশীলনে ব্যস্ত সময় পার করছে। আগের ম্যাচের সব ভুলগুলো নিয়ে কাজ করছেন আর্জেন্টাইন কোচ লিওনেল এস্কালোনি। শিষ্যদের শান দিচ্ছেন ঠিকমতো যাতে তারা পরবর্তি দুটি ম্যাচই জিততে পারে এবং সি গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অব -১৬ তে যেতে পারে। তাই ট্রেনিংএ কঠোর পরিশ্রম করে ঘাম জড়াচ্ছে আর্জেন্টাইন ফুটবলারা।