১৬ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: অঙ্গ প্রস্তুত (প্রতিকী)।
সুস্থভাবে বেঁচে থাকার জন্য অনেক সময় অঙ্গ প্রতিস্থাপনের প্রয়োজন হয় মানুষের। প্রতি বছর পৃথিবীজুড়ে প্রায় ১ লাখ ৩০ হাজার অঙ্গ প্রতিস্থাপন করা হয়। কিন্তু অনেক সময় মানুষ অঙ্গের জন্য অপেক্ষা করতে করতেই মারা যান। অর্থাৎ অঙ্গ সহজলভ্য নয়।
প্রাণীর অঙ্গ-প্রত্যঙ্গ ব্যবহার এক্ষেত্রে একটি সম্ভাবনাময় বিষয় হতে পারতো। কিন্তু বিষয়টা সহজ নয়। মানবদেহ বাইরে থাকা আসা জিনিসকে গ্রহণ করে না।
ভবিষ্যতে তাই অঙ্গের চাহিদাপূরণের জন্য প্রাণীকে উৎস হিসেবে ব্যবহার করা খুব কাজের বুদ্ধি নয়। বরং কৃত্রিমভাবে কীভাবে অঙ্গ তৈরি করা যায়, তা চেষ্টা করে দেখছেন বিজ্ঞানীরা। এজন্য তারা সাহায্য নিচ্ছেন থ্রিডি প্রিন্টিংয়ের।
দীর্ঘমেয়াদে কৃত্রিম অঙ্গ তৈরির কারখানা দেখা যেতে পারে। যার প্রভাবও হয়তো দেখা যাবে চলতি বছর। তবে কার্যকর কৃত্রিম অঙ্গ তৈরি এবং প্রতিস্থাপনের কারখানা নির্মাণের বিষয়টি সম্পন্ন হতে এখনও প্রায় ১০ থেকে ১৫ বছর সময়ের প্রয়োজন।