০১ মে ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

নরসিংদীতে আনসার ক্যাম্প থেকে অস্ত্র ও গুলি লুট করে নিয়ে গেছে ডাকাতরা

২৭ ডিসেম্বর, ২০২২

মোঃ নাজমুল হক চৌধুরী,
নরসিংদী জেলা (নরসিংদী) প্রতিনিধি

ছবি: জেলা আনসার ক্যাম্প

নরসিংদীর বড় বাজারে আনাসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে ডাকাত দলের অতর্কিত হামলা। লুট করে নিয়ে গেছে দুটি শটগান ও ১০ রাউন্ড গুলি। ২৭ ডিসেম্বর মঙ্গলবার মধ্য রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

মধ্যরাতে  ১৫-২০ জন ডাকাতের একটি দল হাড়িধোয়া নদীর পাড়ে নৌকা রেখে অতর্কিত হামলা চালায় আনসার ক্যাম্পে । কোন কিছু বোঝার আগেই তারা আনোয়ারুল হক ও জাফর ইকবাল এর দুইটা অস্র ও দশ রাউন্ড গুলি লুট করে নিয়ে যায়।

আনসার বাহিনীর জেলা কমানডেন্ট এর সহকারী কমানডেন্ট মোহাম্মদ সাজ্জাদ হোসেন সেলিম বলেন 'বড় বাজারে আনসার ও গ্রাম প্রতিক্ষা কার্যালয়ে মোহাম্মদ আনোয়ারুল হক, জাফর ইকবাল, রাশেদ হোসেন, আতিক হোসেন এই চারজন রাতে কর্মরত ছিল। তখন মধ্য রাতে ১৫/২০ জনের একটি ডাকাত দল অতর্কিত হামলা চালায়, কিছু বুঝে উঠার আগেই আনোয়ারুল ও জাফর ইকবালের দুইটি শট গান ও গুলি ছিনিয়ে নেয়।'

পুলিশ সুপার নরসিংদী কাজী আশরাফুল আজীম পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন।

চাঞ্চল্যকর এই ঘটনায় জনমনে ভয় ও হতাশার সঞ্চার হয়েছে। যেখানে প্রতিরাক্ষায় নিয়োজিত লোকেরা নিরাপদ নয়। সেখানে সাধারন মানুষের নিরাপত্তা কতটুকু। নরসিংদীর জনমনে আতংক ছড়িয়ে পরেছে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good