১৬ মার্চ ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

নরসিংদীর পলাশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫

২২ ডিসেম্বর, ২০২২

মোঃ নাজমুল হক চৌধুরী,
নরসিংদী জেলা (নরসিংদী) প্রতিনিধি

ছবি: গ্রেফতারকৃত আসামীরা

পলাশ থানা পুলিশ কর্তৃক পুলিশ আইনের ৩৪ ধারা মোতাবেক ০৩ জন এবং ফৌঃ আইনের  ১৫১ ধারা মোতাবেক  ০২ জন আসামী  সহ মোট গ্রেফতার ৫ জন। আজ বৃহস্পতিবার সকালে পলাশ থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় উক্ত ৫ জন কে।

পলাশ থানার আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়নে, জনগনের জান মালের নিরাপত্তার সার্থে পলাশ থানার সম্মানিত অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায়  পলাশ থানার আওতাধীন প্রতিটি এলাকায় চলছে বিশেষ অভিযান। পলাশ থানার অফিসার ইনচার্জ জনাম মোহাম্মদ ইলিয়াস জানান 'পলাশ থানার আইনশৃংখলা পরিস্থিতি আরও উন্নয়নের লক্ষে পলাশ থানা এলাকায় বিশেষ অভিযান চলছে'।

এই বিশেষ অভিযানের প্রেক্ষিতে আজ সকালে এসআই আজাদ হোসেন, পিএসআই আব্দুল কাইয়ুম তাদের সঙ্গে থাকা বিশেষ  ফোর্স পলাশ থানর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে, এই অভিযানে গ্রেফতার করা হয় ৫ জন। গ্রেফতারকৃতরা হলেন পলশ নতুন বাজার এলাকার মৃত আবুল হোসেনের ছেলে শামীম(৩২)। গড়পাড়া এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে নাঈম মিয়া(২০)। গড়পাড়া এলাকার জহির মিয়ার ছেলে মোঃ রবিন মিয়া(২০)। সর্ব থানা এলাকার মৃত কদম আলীর ছেলে মোঃ হাসেম মিয়া (৪০)। শিবপুর সৈদেরখোলা এলাকা মৃত গোলজার মিয়ার ছেলে  সৈারভ(২২)।

পলাশ থানার এস আই আজাদ হোসেন বলেন ' পলাশ থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে, আজকে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে'।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good