৩০ জানুয়ারী, ২০২৩
ছবি: বসুন্ধরা কম্পিউটার প্রশিক্ষণের শিক্ষর্থীরা
নওগাঁয় ১০২ তম ব্যাচের ইশিখন, নওগাঁ এজেন্ট সেন্টারের ও অতিথি শিক্ষার্থী ১০১ তম ব্যাচ নিয়ে অদ্য ৩০ জানুয়ারি ২০২৩ ইং তারিখে সকাল ১০ টায় আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে বসুন্ধরা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের ২৩ বছর পূর্তি উৎসব উদযাপন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি অধ্যক্ষ আব্দুর রহমান, প্রধান আলোচক ও পৃষ্ঠপোষক মানবতাবাদী প্রকৌশলী চন্দন কুমার দেব, বিশেষ অতিথি কম্পিউটার প্রশিক্ষক মোঃ হাফিজুর রহমান, মোঃ রায়হান, বসুন্ধরা কম্পিউটারের উত্তরসুরী তৌফিক হাসান বাঁধন ও প্রতিষ্ঠানের পরিচালক তোফাজ্জল হোসেন তপু উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানকে যারা প্রাণন্ত করতে সহযোগীতা করছেন তারা হলেনঃ মেসার্স জেসমীন ট্রডার্স , মেলোডি কম্পিউটার, তাসনুভা কম্পিউটার, নিউ ক্যাসেল কম্পিউটার, ক্রিপ্টন আইটি, সাদ ৩৬০ ডিগ্রী ইন্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস্, ভারটেক্স গ্র্যাফিক্স ভ্যালি, প্রকৌশলী রাসেল রানা।