২৪ নভেম্বর, ২০২২
ছবি: ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলিয়ান তারকা
ফুটবল বিশ্বকাপে সবচেয়ে সফল দল ব্রাজিল। ব্রাজিলকে বলা হয় ফুটবলের তীর্থ ভূমি। ফুটবলে ব্রাজিল শুধু একটি নাম নয় একটি ইতিহাস। এখানে জন্ম নিয়েছে পেলে, গারিঞ্চা, সক্রেটিস, রিভালদো, রুমারিও, রোনালদো, রোনালদিনহোসহ হালের নেইমার, ভিনিসিয়াসের মতো তারকা মহাতারকা যারা তাদের সাম্বা ফুটবলে মাঠ মাতিয়েছে সাথে সাথে মাতিয়েছে দর্শকদের মন। তাই পুরো পৃথিবী জুড়ে ব্রাজিলিয়ান ফুটবলারদের জয় জয়কার।
কাতার বিশ্বকাপে ব্রাজিল এসেছে তাদের হেক্সা জয়ের মিশন নিয়ে তাদের সৌন্দর্যের সাম্বা ফুটবল পুরো বিশ্বকে উপহার দিতে। আর এই সাম্বাই যেন ব্রাজিলের জন্য কাল। তাদের এই সাম্বা আটকানোর প্রতিপক্ষের প্রধান কৌশল ফাউল। ইতিহাসও তাই বলে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার পেলে থেকে শুরু করে নেইমার ভিনিসিয়াসরা বারবার শিকার হয়েছেন ফাউলের। ৬২'এর বিশ্বকাপের সব দলের টার্গেটই ছিলো পেলেকে আটকাও। তেমনি ২০১৪ তে প্রতিপক্ষের কড়া নজরে ছিলেন নেইমার। সেই বিশ্বকাপে কলোম্বিয়ার জুনিগার সেই ফাউল যা কাঁদিয়েছে পুরো ফুটবল বিশ্বকে।
এ বিশ্বকাপেও ব্রাজিলের নান্দনিক সাম্বা ডিবলিং কে আটকাতে প্রতিপক্ষ বেছে নিতে পারেন ফাউলের মতো পথ। ক্লাব ফুটবলতো তাই বলছে। ইউরোপের টপ পাঁচ লীগে সবচেয়ে বেশিবার ফাউলের শিকার হয়েছেন নেইমার জুনিয়র। সংখ্যার হিসেবে সেটা ৬৬ বার।ভিনিসিয়াস জুনিয়র রিয়ালের হয়ে ১৪ ম্যাচে ফাউলের শিকার ৪৯ বার। ইংলিশ প্রিমিয়ার লীগে সবচেয়ে বেশি ফাউলের শিকার হওয়া ফুটবলারদের তালিকায় ২ ও ৩ নাম্বারে আছে ব্রাজিলিয়ান তারকা জেসুস ও ব্রুনো। বিশ্বকাপেও কি তাদের আটকাতে এমন পথই বেছে নিবে প্রতিপক্ষ।
আজ রাত একটায় ব্রাজিল মাঠে নামবে সার্বিয়া বিপক্ষে। পুরো বিশ্ব তাকিয়ে থাকবে তাদের ধ্রুপদী ছন্দের সাম্বা ফুটবলের দিকে।