৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সাহিত্য ও সংস্কৃতি

নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

০৫ নভেম্বর, ২০২২

জহিরুল ইসলাম,
নবীনগর উপজেলা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ছবি: প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হচ্ছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উদযাপন করা হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় নবীনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি প্রধান শিক্ষক আজাহারুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জয় সাহার সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন ইব্রাহিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, উপজেলা জাসদের আহ্বায়ক সফিকুল ইসলাম, কমিউনিস্ট পার্টির সভাপতি মোঃ ইসহাক,  উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সিনিয়র সহ-সভাপতি ও প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিব শংকর চক্রবর্তী, উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি রকিব উদ্দিন নয়ন, সহ-সাধারণ সম্পাদক ও নবীনগর মহিলা কলেজের সহকারী অধ্যাপক অঞ্জন নাগ,  সাংবাদিক শ্যামা প্রসাদ চক্রবর্তী, উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর কোষাধ্যক্ষ  নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক স্বরসতী বর্মণ, সাংস্কৃতিক সম্পাদক কণ্ঠশিল্পী অজয় মূর্খাজী, সদস্য টিটন দাস, কন্ঠশিল্পী মাধব দেব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম সাংবাদিক ও চিত্রশিল্পী সঞ্জয় শীল প্রমুখ।

এ সময় বক্তারা একাত্তরের রণাঙ্গনে ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে উদীচীর সাংস্কৃতিক কর্মীদের অবদান তুলে ধরেন। শোষণ ও পুঁজিবাদের বিরুদ্ধে, শোষিত মানুষের অধিকার আদায়ে উদীচী শিল্পীগোষ্ঠীর কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তাগণ।

অনুষ্ঠানে উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পী, কলাকৌশলী, সুশীল সমাজ ও সংগঠনের সদস্যদের উপস্থিতিতে ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেট কাটা হয়।

Related Article