১৯ জানুয়ারী, ২০২৫
ছবি: আগত অতিথিরা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নের বিএনপি’র উদ্যেগে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সাংগঠনিক অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সমাবেশ ও কারা নির্যাতিতদের সংবর্ধনা ও কম্বল বিতরণ করা হয়।
এ উপলক্ষে শনিবার (১৯ জানুয়ারি) দুপুরে সাত মোড়া ইউনিয়নের দশ মোজা বাজারে ঈদগাহ মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক বিএনপি'র নবীনগর উপজেলার সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম এর সভাপতিত্বে।
আরিফুল ইসলাম মনমুগ্ধকর সঞ্চালনায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া ৫ সংসদীয় আসনে গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র মনোনীত প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ১ আনিসুর রহমান মঞ্জু,মফিজুর রহমান মুকুল, সাতমোড়া ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি শাহজাহান সাবেক চেয়ারম্যান,
সাবেক সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ, নুরুল ইসলাম মেম্বার,আশ্রাফ হোসেন রুবেল, রাজু খান, আপেল মাহমুদ,আল মামুন, রুবেল আকরাম, গোলাম সামদানী হৃদয়, জাহিদুল ইসলাম, সাদ সজীব, গোলাম মোস্তফা, মামুন মিয়া সহ সাতমোড়া ইউনিয়নের এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আবেগপ্লুত বক্তব্যে কারা ভোগের দুঃসহ যন্ত্রনার বর্ণনা দিয়ে বক্তারা বলেন, হাসিনা সরকার আমাদেরকে বিএনপি’র রাজনীতি করার কারনে ষড়যন্ত্রমুলকভাবে মিথ্যা মামলায় জড়িয়ে আমাদের জীবন থেকে গুরুত্বপুর্ন সময় ধ্বংস করেছেন।আমরা যে ক্ষতির সম্মুখিন হয়েছি তা কোন দিনও পুরণ হবার নয়।
পরে কারা নির্যাতিতদের মাঝে ক্রেস্ট সম্মাননা প্রদান করা হয় এবং সাতমোড়া ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের সহযোগিতায় গরীব দুঃস্থ অসহায়দের মাঝে শীত কম্বল বিতরণ করা হয়।