১৪ অক্টোবর, ২০২২
ছবি: হারিয়ে যাওয়া গরু হস্তান্তরের ছবি
নবীনগরে এক ইউপি সদস্যের আন্তরিকতায় হারানো গরু ফিরে পেয়েছেন এক দরিদ্র কৃষক।
তিনি হলেন জিনদপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড (হুরুয়া নীলনগর) গ্রামের বর্তমান ইউপি সদস্য মোহাম্মদ মামুন মুরশিদুল হক।
জানা গেছে বিগত দশ দিন আগে নবীনগর উপজেলার সাতমোড়া গ্রামের এক দরিদ্র কৃষক তার একটি বেশ মোটা তাজা গর্ভবতী গাভী হারিয়ে ফেলেন। এরপর থেকেই তিনি পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে দিনরাত গরুটির সন্ধান চালিয়ে যাচ্ছেন তিনি।
এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার ভোরে নীলনগর গ্রামে জৈনক এক বাসিন্দা ইউপি সদস্যকে ফোন দিয়ে রাস্তার পাশে রশি সহ একটা গরু দেখতে পান বলে জানান। এমন অবস্থায় তিনি তাৎক্ষণিকভাবে গরুটি আটক করে ওই ব্যক্তির হেফাজতে রাখার নির্দেশ দেন। পরে তিনি বর্তমান ইউপি চেয়ারম্যান রবিউল আওয়াল রবির সাথে পরামর্শ করে স্থানীয় ভাবে গরু প্রাপ্তির বিষয়টি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে প্রকৃত মালিককে সন্ধানের চেষ্টা করেন।
তারপরও সন্ধান না হওয়ায় গ্রাম পুলিশের বাড়িতে গরুটি এনে স্থানীয় সংবাদকর্মীদের সহায়তা গ্রহণ করেন। তিনি নিজের ফেইসবুক আইডিতে এই গরু প্রাপ্তির বিষয়টি প্রচার সহ স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে ছড়িয়ে দেন। তারই প্রেক্ষিতে শুক্রবার সকালে ফেইসবুকের কল্যাণে হারানো গরুটি নিজের বলে দাবি করেন সাজু মিয়া। তিনি দূর থেকে গরুর রং আকাড় ওজন সম্পর্কে ইউপি সদস্যকে অবগত করেন,পরে ইউপি সদস্য বিষয়টি নিশ্চিত হয়ে তাকে গ্রামের কয়েকজন গণমান্য ব্যক্তিদের সহ স্থানীয় জনপ্রতিনিধি নিয়ে আসতে বলেন।
পরে শুক্রবার বিকালে আনুষ্ঠানিক ভাবে গরুটি তিনি প্রকৃত মালিক সাজু মিয়ার নিকট তুলে দেন। এ সময় সাজু মিয়া বলেন, হারানো গরু ফিরে পেয়ে দরিদ্র কৃষক আনন্দে আত্মহারা হয়ে যান,কোন রকম ঝামেলা ছাড়াই সুন্দর ভাবে গরুটি গ্রহণ করেন সাজু মিয়া।
এ সময় ওয়ার্ড মেম্বার মামুন মুরশিদুল হক বলেন, একজন জনপ্রতিনিধির যতটুকু দায়িত্ব কর্তব্য ছিল। আমি পালন করতে পেরেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করেছি। সুদূর ভবিষ্যতেও আমি আমার কর্তব্য পালনে সচেষ্ট থাকিব।
Good news
Good