১০ মার্চ, ২০২৫
ছবি: মানববন্ধনের সময়
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরে দেশব্যাপী ধর্ষণ, সহিংসতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
সোমবার (১০/৩) দুপুরে নবীনগর সরকারি কলেজ রোডে কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির আলোকে সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কলেজ ছত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আরিফুল ইসলাম রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-আপ্যায়ন সম্পাদক আরমান আহমেদ, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান, কলেজ ছাত্রদলের সাবেক সদস্য ইয়াসিন আহমেদ রিমন, জুনায়েদ আহমেদ প্রমুখ।
অপরদিকে ছাত্র ও বিপ্লবী জনতার ব্যানারে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নবীনগর সদর বাজারের সমবায় মার্কেটের সামনে থেকে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সড়কে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন সাইফ ইসলাম মাহিম, মো. রিফাতুল ইসলাম, সিজার মাহমুদ, তানভীর, রনি খান, হৃদয়, রাহুল, শাহ্ পরান প্রমুখ।
বক্তারা বলেন, ধর্ষক যেই হোক তাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, দ্রুত সময়ের মধ্যে শিশু আসিয়ার ধর্ষকদের দ্রুত আইনের আওতায় এনে বিচার কাজ সম্পন্ন করার আহ্বান জানান।
Good news
Good