০৯ মার্চ, ২০২৩
ছবি: বক্তব্য রাখছেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব একরামুল ছিদ্দিক।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় নারায়নপুর ডি.এস. কামিল (এম.এ) মাদ্রাসার শিক্ষক/কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন এর উদ্যোগে বৃহস্পতিবার (০৯ মার্চ) সকাল ১১ টায় উক্ত মাদ্রাসায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনামূলক ক্যাম্পেন অনুষ্ঠিত হয়।
রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির পূর্বে মাদ্রাসার মিলনায়তনে মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব একরামুল ছিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর মানবতার ফেরিওয়ালা ব্লাড ফাউন্ডেশন এর সভাপতি অধ্যক্ষ মিয়া মোহাম্মদ সেলিম, দি সাউথ এশিয়ান টাইমস পত্রিকার নবীনগর প্রতিনিধি সহকারী অধ্যাপক একেএম হাবিবুর রহমান হেলাল, মাদ্রাসার গভর্নিং বডির সদস্য আহাদ মিয়া।
সভাটি সঞ্চালনা করেন নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন এর সভাপতি আর্কিটেক্ট শেখ আজহারুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে তিনি রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদানের মত মহৎ কাজের গুণাবলীর কথা তুলে ধরেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন নবীনগর মানবতার ফেরিওয়ালা ব্লাড ফাউন্ডেশন।