১০ মার্চ, ২০২৫
ছবি: প্রতিকী
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর - রাধিকা সড়কে কনিকাড়া নামক স্থানে সোমবার (১০/৩) সকালে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে রুবেল সরকার নামে এক যুবক নিহত ও দুই যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহত রুবেল সরকার উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন গৌরনগর গ্রামের রতন সরকারের ছেলে।
আহত অলি মিয়া ও এমদাদুলকে গুরতর আহতাবস্থায় নবীনগর সদর হাসপাতালে ভর্তি
Good news
Good